মুন্সিগঞ্জ, ১২ অক্টোবর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
রিকশা প্রতীকের ইসলামপন্থী রাজনৈতিক দল বাংলাদেশ খেলাফত মজলিস মুন্সিগঞ্জের দুইটি আসনে সংসদ সদস্য প্রার্থী ঘোষণা করেছে।
গত ১৭ আগস্ট দলটির আমীর মাওলানা মুহাম্মদ মামুনুল হক ঢাকার হলি উম্মাহ মিলনায়তনে সংবাদ সম্মেলন করে দলের দ্বিতীয় দফা প্রার্থী তালিকা ঘোষণা করেন।
সেখানে মুন্সিগঞ্জ জেলার দুইটি আসনে দলের প্রার্থী ঘোষণা করা হয়।
ঘোষণা অনুযায়ী, মুন্সিগঞ্জ-২ (টংগিবাড়ী-লৌহজং) আসনে দলটির জেলা সহ-সভাপতি ও সমাজসেবক মুহাম্মদ আমিনুল ইসলাম আমিন এবং মুন্সিগঞ্জ-৩ (মুন্সিগঞ্জ-গজারিয়া) আসনে কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি নূর হুসাইন নূরানীকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়।
দলের আমীর জানান, এ পর্যন্ত সারাদেশে মোট ২৬৩টি আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা করা হয়েছে। ঘোষিত প্রার্থীরা ইতোমধ্যে মাঠে নেমে দলীয় প্রতীক ‘রিকশা মার্কা’ নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
এদিকে, মুন্সিগঞ্জ-১ আসনে একাধিক প্রার্থী আগ্রহ প্রকাশ করায় প্রার্থী চূড়ান্তে কিছুটা বিলম্ব হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।