মুন্সিগঞ্জ, ১৫ অক্টোবর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের কাশিপুর মিঝিবাড়ি এলাকায় ফাঁকা গুলি করে ঘরে ঢুকে লুটপাট ও মারধরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীরা বর্তমানে আতঙ্কে বাড়িছাড়া রয়েছেন বলে জানিয়েছেন।
এ ঘটনায় বর্তমানে ওই গ্রামে আতঙ্ক বিরাজ করছে।
গতকাল সোমবার রাত আটটার দিকে কাশিপুর এলাকার সালাম খানের বাড়িতে এ ঘটনা ঘটে। মারধরে আহত আরিফ দেওয়ান (৪০) মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেছেন, লিখিত অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ভুক্তভোগী গৃহবধূ মিনা বেগমের অভিযোগ, ১৮-২০ জনের এতটি ডাকাত দল বাইরে থেকে এসে ঘরে ঢুকে পরে। এরপর তারা ঘরের নারী-পুরুষদের জিম্মি করে ড্রয়ারে থাকা ৪ ভরি স্বর্ণ, নগদ ৩ লাখ টাকা লুট করে নিয়ে যায়। তাদের হাতে পিস্তল, চাপাতি-ছুরি, লোহার পাইপ ছিলো। বর্তমানে আমরা আতঙ্কে ঘর-বাড়ি ছেড়ে দিয়েছি। পুলিশকে জানালেও তারা কোন ব্যবস্থা নিচ্ছে না।
তিনি বলেন, এসময় আমার মেঝ মেয়ের জামাই আরিফ দেওয়ান ডাকাতদের সাথে তর্কে জরালে তার মাথায় চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা।