মুন্সিগঞ্জ, ২৪ অক্টোবর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের মহাকালি ইউনিয়নের লোহারপুল এলাকায় বসতবাড়ির পাশে একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় এক পুরুষ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে লোহারপুল বাজার সংলগ্ন শেখ বাড়ির পাশে পুকুরে অর্ধ গলিত মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে দুপুর দেড়টার দিকে তারা মরদেহটি উদ্ধার করে।
মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম সাইফুল আলম এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, পুলিশ স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত হয়নি। সদর বা টংগিবাড়ীর আশপাশের কেউ নিখোঁজ রয়েছে কি না তা খুঁজে দেখা হচ্ছে।

