মুন্সিগঞ্জ, ৩১ আগস্ট ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ শহরের খালইস্ট এলাকায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে ৩ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
আজ রোববার বিকাল ৫টার দিকে খালইস্ট এলাকার সিঙ্গাপুরপ্রবাসী সবুজ কাজীর দুইতলা ভবনে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন- উত্তরবঙ্গের পঞ্চগড় জেলার শাহিন ইসলাম (১৮), গাইবান্ধা জেলার ফিরোজ মিয়া (১৮) ও মোহাম্মদ ইব্রাহিম (২৫)। রোববার সকাল থেকে নির্মাণাধীন ভবনটিতে কাজ করছিলেন তারা।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে ছুটে যায়। তবে তার আগেই সেপটিক ট্যাংকের বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাসে আক্রান্ত হয়ে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়।
সকলকে সচেতনতার আহবান জানিয়ে এই ফায়ার কর্মকর্তা বলেন, নিয়ম হলো এই ধরনের ট্যাংক পরিস্কার বা খোলার ক্ষেত্রে ২৪ ঘন্টা আগ থেকে মুখটি খুলে দিতে হয়। তাহলে ঝুঁকি কমে আসে।
মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. ফিরোজ কবির বলেন, মরদেহগুলি উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হবে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।