মুন্সিগঞ্জে নির্বাচনী মিছিল থেকে স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ
মুন্সিগঞ্জ, ২৩ জানুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের সোনালী মার্কেট এলাকায় স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় উভয়পক্ষের অন্তত ৩ জন আহত হয়েছেন। তবে তাদের অবস্থা গুরুতর নয়।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী জানান, আজ শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল পৌনে পাঁচটায় গজারিয়া ইউনিয়নের সোনালি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মামুন (৪৭), মানিক (৪২) ও আল আমিন (২৫)।
স্থানীয়রা জানান, মুন্সিগঞ্জ ৩ আসনের ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থকরা মিছিল নিয়ে সোনালি মার্কেট এলাকায় গেলে ধানের শীষ প্রতীকের প্রার্থীর সমর্থকদের মুখোমুখি হন। এসময় পাল্টাপাল্টি স্লোগান দেয়াকে কেন্দ্র করে লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়ান তারা। এসময় লাঠির আঘাত ও কিলঘুষিতে আহত হন অনেকেই। তবে কারও অবস্থা গুরুতর নয়।
এদিকে, এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থার কথা জানিয়েছে পুলিশ।

