২৭শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | দুপুর ১২:১০
মুন্সিগঞ্জে ডুপ্লেক্স বাড়িতে ডাকাতির অভিযোগ, দুই ভাইকে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট!
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৫ সেপ্টেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচরে বাড়িতে ঢুকে দুই ভাইকে কুপিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগীরা জানান, বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামের হাজী সুরুজ্জামান সরকারের ডুপ্লেক্স বাড়িতে এ ঘটনা ঘটে।

এসময় গুরুতর আহত সুরুজ্জামানের দুই ছেলে শাকিল সরকার (৪২) ও শামীম সরকারকে (৪৩) ঢাকার স্কয়ারে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুরুজ্জামান সরকারের ভাতিজা খোকন সরকার অভিযোগ করে জানান, তার চাচা-চাচি ও চাচাতো তিন ভাই স্ত্রী-সন্তান নিয়ে ওই ডুপ্লেক্স ভবনে বসবাস করে আসছেন। রাতে পরিবারের সকলেই ঘুমিয়ে ছিলেন। রাত ২ টার দিকে ১৪-১৫ জনের একদল ডাকাত জানালার গ্রিল কেটে ভবনের ভেতর প্রবেশ করে। ডাকাত সদস্যরা প্রথমে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ফেলতে থাকে। এসময় ডাকাতদলকে বাঁধা দিতে এগিয়ে গেলে তার চাচাতো ভাই শাকিল ও শামীমকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। পরে ৩০ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ৩-৪ লাখ টাকা ও বেশ কয়েকটি আইফোন লুটে নিয়ে চলে যায় ডাকতদল। এরপর পরিবারের সদস্যদের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় শাকিল ও শামীমকে উদ্ধার করে। প্রথমে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত ডাক্তার ঢাকায় প্রেরণ করেন।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর সিদ্দিক বলেন, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। জড়িতদের শনাক্তে কাজ চলছে। ভুক্তভোগীরা থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।