মুন্সিগঞ্জ, ১ সেপ্টেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ষোলঘর এলাকার রেলওয়ে আন্ডারপাসের পাশে রেললাইনের পাশ থেকে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। নিহত নারীর বয়স ৪০ থেকে ৪৫ বছর বলে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস জানায়, সর্বশেষ ভোররাত সাড়ে ৪টার দিকে সুন্দরবন এক্সপ্রেস নামক ট্রেন এই লাইনটি অতিক্রম করে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে লাশ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।