মুন্সিগঞ্জ, ২১ অক্টোবর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের লৌহজংয়ে ৩০০পিস ইয়াবাসহ আরজু কবিরাজ (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গোয়ালীমান্দ্রা শহিদ মিনারের সামনে থেকে তাকে আটক করা হয়।
অভিযুক্ত আরজু কবিরাজ মৌছামান্দ্রা এলাকার সাইন্যা সরদারের পুত্র। পেশায়ও তিনি কবিরাজ।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে লৌহজং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। কাল তাকে আদালতে প্রেরণ করা হবে।