মুন্সিগঞ্জ, ৩ সেপ্টেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় ইয়াবা-গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে সেনাবাহিনী। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির ১ লাখ টাকা উদ্ধার হয়।
আজ বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার টেঙ্গারচর এলাকায় অভিযান পরিচালনা করে ‘মাদক ব্যবসায়ী’ মো. আনোয়ার হোসেন (৪৫) এবং তার স্ত্রী নাসিমা খাতুনকে (৩৮) ৮০ পিস ইয়াবা ট্যাবলেট, আনুমানিক ৮ হাজার টাকা মূল্যের ১ পুরী গাঁজার প্যাকেট এবং মাদক বিক্রয়ের নগদ ১ লক্ষ টাকাসহ আটক করা হয়।
সেনাবাহিনীর সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেড এর অধীনে ১৯ বীর, মুন্সিগঞ্জের গজারিয়া সেনা ক্যাম্প এই অভিযান করে।
মনির হোসেন গজারিয়া উপজেলায় অবৈধ মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত, এছাড়াও তার নামে পূর্বে গজারিয়া থানায় অবৈধ মাদক আইনের ৫টিরও বেশী মামলা রয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বলা হয়- আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য গজারিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।