মুন্সিগঞ্জ, ২৪ অক্টোবর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে ইয়াসিন (১৯) নামক এক অটোরিকশা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল রাতে থানায় মামলা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোররাতে ঢাকা মিডফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।
নিহত ইয়াসিন শ্রীনগর উপজেলার আরধীপাড়া গ্রামের ইউসুফ আলির ছেলে।
পুলিশ জানায়, গত বুধবার সকালে উপজেলার দয়াহাটা নাপিতবাড়ি এলাকায় স্থানীয় খালেদা আক্তার নামক এক মহিলার সাথে অটোরিকশা চুরি নিয়ে ইয়াসিনের বাগবিতন্ডা হয়।
তাৎক্ষণিক সংবাদ পেয়ে মহিলার আত্মীয়-স্বজনসহ হৃদয় মোড়ল, মোয়াজ্জেম, স্থানীয় ইউপি সদস্য সোহাগ মেম্বারের নেতৃত্বে ১০-১২ জন মিলে ৩ দফায় ওই যুবককে বেদম মারপিট ও পিটিয়ে গুরুতর আহত করে।
গুরুতর আহত অবস্থায় ইয়াসিনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইয়াসিনের মৃত্যু হয়।
নিহত ইয়াসিনের পিতা শ্রীনগর সদর ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ আলী অভিযোগ করে বলেন, সন্ত্রাসীরা আমার ছেলেকে আটকে রেখে তিন দফায় মারপিট ও পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় আমার ছেলে পানি খেতে চাইলে তারা পানির সাথে কিছু মিশিয়ে আমার ছেলেকে খেতে দেয়। এরপর আমার ছেলে আরও বেশি অসুস্থ হয়ে পড়ে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

