১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ১০:৩৮
মুন্সিগঞ্জের সাবেক এমপি মাহির বিরুদ্ধে দুদকের মামলা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৬ অক্টোবর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

অবৈধভাবে ২০ কোটি টাকার সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে সাবেক সংসদ সদস্য ও বিকল্পধারার নেতা মাহি বি চৌধুরীর নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের সমন্বিত জেলা কার্যালয় মো. ঢাকা-১-এ উপপরিচালক জাহাঙ্গীর আলম বাদী হয়ে মাহি বি চৌধুরীর নামে মামলাটি করেন।

এর এজাহারে বলা হয়েছে, বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরীর দাখিল করা সম্পদ বিবরণীতে ৯ কোটি ৬৮ লাখ ৪৬ হাজার ৫০০ টাকার সম্পদের তথ্য গোপন করা হয়েছে। এই অর্থ গোপন করতে তিনি ৬৮ একর জমির বায়না বাবদ ওই অর্থ পরিশোধ দেখিয়ে নিজ নামে বায়না দলিল সম্পাদন করেন। পরে তাঁর মালিকানাধীন প্রতিষ্ঠান এভালন এস্টেট লিমিটেডের নামে কিনে এই অর্থ স্থানান্তর, রূপান্তর বা হস্তান্তরের মাধ্যমে মানি লন্ডারিং করেন।

মাহি ২০ কোটি ৬৯ লাখ ২৫৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলেও এজাহারে উল্লেখ করা হয়। এতে অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং তা পাচারের অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগে তাঁর বিরুদ্ধে দুদক আইন ও মানি লন্ডারিং আইনের বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে।

উল্লেখ্য, মাহি বি চৌধুরী প্রয়াত রাষ্ট্রপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর ছেলে। বদরুদ্দোজা চৌধুরী ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব। বি চৌধুরী নামে বেশি পরিচিত এই নেতা ২০০১ সালে রাষ্ট্রপতি হন। তখন তাঁর আসন মুন্সিগঞ্জ-১-এ উপনির্বাচনে অংশ নিয়ে এমপি হন ছেলে মাহী বি চৌধুরী। ২০১৮ সালে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে আবারও মুন্সিগঞ্জ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সর্বশেষ বিলুপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর কাছে হেরে যান মাহি।