মুন্সিগঞ্জ, ১৪ ফেব্রুয়ারি ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের ৬টি উপজেলা পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ৩টি ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে, সবকয়টি উপজেলাতে নির্বাচন হবে একই মাসে।
আজ বুধবার সন্ধ্যার দিকে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। জানা গেছে, তালিকা অনুযায়ী তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে।
ইসি ঘোষিত তালিকা অনুযায়ী- প্রথম ধাপে মুন্সিগঞ্জ সদর ও গজারিয়া উপজেলার নির্বাচন আগামী মে মাসের ৫ তারিখে, দ্বিতীয় ধাপে লৌহজং ও টংগিবাড়ী উপজেলার নির্বাচন ১১ তারিখে এবং তৃতীয় ধাপে সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার নির্বাচন মে মাসের ১৮ তারিখে।