মুন্সিগঞ্জ, ১০ সেপ্টেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরে মাদক সেবনের খবর পেয়ে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়েছে।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই অভিযানে পরিচালনা করে।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম সাকিব জানান, বুধবার (৯ সেপ্টেম্বর) সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মো. আল-আমিন (৩২), রবিউল (৫৫), নুন্না (৩৫) ও রনি (২৭) কে মাদক সেবনের সময় আটক করা হয়।
পরে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ড প্রদান করা হয়।
আটককৃতদের মধ্যে মো. আল-আমিন কে ৭ দিনের কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড দেওয়া হয়, রবিউল কে ১৫ দিনের কারাদন্ড ও ১ শত টাকা অর্থদন্ড, নুন্না কে ৭ দিনের কারাদন্ড ও ৫০০ টাকা এবং রনি কে ৩ দিনের কারাদন্ড ও ১ শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্টের মাধ্যমে এ সাজা প্রদান করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিসেট্রট বিকাশ চন্দ্র বর্মণ ও আশরাফুল কবীর।