মুন্সিগঞ্জ, ১ আগস্ট ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার দোগাছি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কায় নারী ও শিশু যাত্রীসহ ৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে ফায়ার সার্ভিস।
আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে পদ্মা সেতু উত্তর প্রান্তের ওজন স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।
আহতরা হলেন- খাদিজাতুল কুবরা (৪), তাহিয়া (৩০), সুমাইয়া (২০), আলিয়া বেগম (৫০) ও রতন হাওলাদার (৫০)।
ফায়ার কর্মকর্তা জানান, দুর্ঘটনা কবলিত যানবাহনগুলোকে এক্সপ্রেসওয়ে থেকে সরিয়ে নেয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


