মুন্সিগঞ্জ, ২০ অক্টোবর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
বাঙালি আধ্যাত্মিক ফকির সাধক, মানবতাবাদী, লালন সাঁইজির ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে আগামী বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিনব্যাপী মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার দোসরপাড়া গ্রামে পদ্মহেম ধামে বসছে সাধুসঙ্গ।
আয়োজক কমিটির সদস্য সিফাত রেজওয়ান আমার বিক্রমপুরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০০৪ সাল থেকে মুন্সিগঞ্জের সিরাজদিখানের পদ্মহেম ধামে সাধুসঙ্গ হয়। মাঝখানে করোনা ও অন্যান্য কারনে কয়েকবার করা সম্ভব হয়নি। এবার সাঁইজির তিরোধান দিবস স্মরণে পদ্মহেম ধামে হচ্ছে ২০তম সাধুসঙ্গ। এখানে দুপুর থেকে রাত পর্যন্ত সাঁইজির বাণী, দর্শন ও সঙ্গীত পরিবেশন হবে। পাশাপাশি বসবে মেলা।
ঢাকা থেকে দুইভাবে আসা যায়
ঢাকা থেকে দুইভাবে আসা যায় পদ্মহেম ধামে। জুরাইন রেল লাইন থেকে সিএনজি যোগে মোল্লার হাটে যেতে হবে। ভাড়া নিবে ৫০টাকা করে সিরিয়ালে। রিজার্ভ নিতে পারেন ১৫০টাকায়। মোল্লার হাট থেকে দোসরপাড়া গ্রামে লালন আখড়া পদ্মহেম ধামে আসা যাবে। এই পথে প্রাইভেট গাড়ি নিয়ে আসা যাবে না। পদ্মহেম ধামে আসার শর্টকাট পথ এটি।
আরেকভাবে পোস্তগোলা ব্রিজ অথবা বাবু বাজার ব্রিজ দিয়ে মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে নিমতলা দিয়ে সিরাজদিখান বাজারে এসে অটো গাড়ি নিয়ে দোসর পাড়া গ্রামে লালন আখড়া পদ্মহেম ধামে আসা যাবে। এই পথে প্রাইভেট গাড়ি নিয়ে ও লোকাল বাসে করে আসা যাবে।
আয়োজক কমিটির সাথে যোগাযোগ: +8801870359174, +8801868124811


