১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | সকাল ১১:০০
পূজাকে অস্থিতিশীল করার চেষ্টা ছিলো- মুন্সিগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১ অক্টোবর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘পূজাকে অস্থিতিশীল করার জন্য একটা চেষ্টা করেছে, দুস্কৃতকারীরা এটা সাকসেসফুল হইতে পারে নাই- আপনাদের সকলের সহযোগিতার জন্য। বাইরেরও একটা ইন্ধন ছিলো পূজাটা যাতে ভালোভাবে না হতে পারে। কিন্তু এবার বাংলাদেশের সবজায়গায় ভালোভাবে পূজা হয়ে গেছে। এটার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ এবং আগামীকাল বিসর্জন। বিসর্জনও যাতে ভালোভাবে হয় আশা করি।’

বুধবার সন্ধ্যায় মুন্সিগঞ্জের সিরাজদিখানের ইছাপুরায় নিজ এলাকায় পূজা মণ্ডপ পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।

পার্বত্যে চট্টগ্রাম থেকে সেনা প্রত্যাহারের দাবি প্রসঙ্গে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এটা হলো তাদের একটা সবসময়ই দেখবেন এই দাবি তারা করে। এই পূজাটা যাতে ভালোভাবে না হতে পারে, বৌদ্ধদের বিজয় উৎসব আছে সেটাও যাতে ভালোভাবে না হতে পারে এইজন্য পাশ্ববর্তী দেশের সহযোগিতায় কিছু সন্ত্রাসী যারা আছে এইটাই এইটা করতে থাকে।’

এসময় নিজ এলাকার পূজার স্মৃতি স্মরণ করেন উপদেষ্টা।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহিনা আক্তার, সিরাজদিখান সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন প্রমুখ।