২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ১২:৪৫
পদ্মা সেতুর নিচ থেকে বান্ডেল বান্ডেল ‘খেলনা টাকা’ উদ্ধার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৯ অক্টোবর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

পদ্মা সেতুর উত্তর প্রান্ত মুন্সিগঞ্জের লৌহজংয়ের উত্তর মেদিনী মন্ডল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় বান্ডেল করা ১ হাজার টাকা সদৃশ বিপুল পরিমান ‘খেলনা টাকার নমুনা’ উদ্ধার করেছে পুলিশ।

সম্প্রতি এ সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, গত ১৩ অক্টোবর সকালে উত্তর মেদিনী মন্ডল পদ্মা সেতুর সংরক্ষিত এলাকায় দুই যুবককে সন্দেহজনকভাবে বসে থাকতে দেখেন স্থানীয় ইউসুফ (৬০)। পরে ওই ব্যক্তি দৌড়ে গিয়ে সন্দেহভাজনদের চ্যালেঞ্জ করেন।

এসময় এক যুবক হাতে থাকা ভারী ব্যাগ নিয়ে অস্বস্তিতে পড়েন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ব্যাগ খুলে গেলে বেরিয়ে আসে বেশ কয়েকটি এক হাজার টাকা সদৃশ বান্ডেল। ইউসুফ ব্যাগটি ধরে ফেললে দুই যুবক পালিয়ে যায়। পরে তিনি ব্যাগটি নিয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন।

ইউসুফ তার পুত্র পুলিশে কর্মরত মনির হোসেনকে ফোনে ঘটনাটি জানান। মনির হোসেন ৯৯৯-এ কল দিতে বলেন। খবর পেয়ে পদ্মা সেতু উত্তর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে টাকার ব্যাগটি জব্দ করে নিয়ে যায়।

পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার ‘খেলনা টাকার নমুনা’ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, পরিত্যক্ত অবস্থায় যেহেতু উদ্ধার করা হয়েছে আবার এগুলোর প্রত্যেকটির উপরে খেলনা টাকার নমুনা লেখাই রয়েছে। আর টাকার কাগজগুলো অনেকটা প্লাষ্টিকের তাই আর কোন আইনি ব্যবস্থা নেয়া হয়নি। উদ্ধারকৃত ‘খেলনা টাকার নমুনা’ পুলিশের কাছেই জব্দ অবস্থায় রয়েছে। ধারণা করছি- নাটক-সিনেমার শ্যুটিংয়ে ব্যবহারের জন্য এগুলো কেউ এনেছিলো।