১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | ভোর ৫:১৬
ঢাকার পাশে সাশ্রয়ী খরচে একদিনে ঘুরে আসুন মডার্ন পার্ক
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৯ আগস্ট ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

পুরোপুরি প্রাকৃতিক আবহে তৈরি এই পার্ক। ঢাকার পাশে পরিবার নিয়ে পুরো একটি দিন কাটানোর জন্য আপনার পছন্দের শীর্ষে থাকতে পারে মডার্ন পার্ক।

সুইমিং পুল, স্কাই সাইক্লিং, কটেজ, ফুড পার্ক, শিশুদের নানা রাইডসহ আছে কনভেনশন হল। ঢাকা থেকে যার দূরত্ব মাত্র ২০ মিনিটের।

এই ধরনের পার্ক বা রিসোর্টে প্রবেশ ফি ৩-৪’শ টাকা হলেও এই পার্কে ঢুকতে লাগে মাত্র ৫০ টাকা।

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজা থেকে মাত্র ৩ কিলোমিটার। ঢাকার যাত্রাবাড়ি থেকে এর দূরত্ব ২০ কিলোমিটার।

ভিডিওতে দেখুন ভেতরের পরিবেশ কেমন-

পদ্মা সেতুর নিমতলা রেলওয়ে স্টেশনের একদম বিপরীত পাশেই মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় প্রায় ১২০০ বিঘা জমি নিয়ে গড়ে উঠেছে পার্ক ও মডার্ন আবাসন প্রকল্প

ফ্যামিলি ট্যুরিস্টদের জন্য বর্তমানে রয়েছে ‘ডে লং প্যাকেজ’। রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মাত্র ১৩০০ টাকায় সুইমিংপুলসহ যেখানে থাকছে দুপুর ও রাতের খাবার। ৫ জনের টিকেট নিলে দেয়া হচ্ছে একটি পুরো কটেজ। ১০ জনের ক্ষেত্রে দুইটি। এই প্যাকেজে রয়েছে গাড়ি পার্কিং সুবিধাসহ প্রাকৃতিক খেলার মাঠ ও ৫টি ফ্রি রাইড।

প্যাকেজ ছাড়াও আলাদাভাবে নেয়া যাবে সুইমিং পুলসহ অন্যান্য রাইড। সুইমিংয়ের জন্য টিকেট ছাড়াও খরচ পড়বে বর্তমান ডিসকাউন্টে জনপ্রতি ২০০ টাকা। সবচেয়ে আকর্ষণীয় স্কাই সাইক্লিং রাইডটি মিলবে মাত্র ১০০ টাকায়। এছাড়া শিশুদের অন্যান্য রাইডগুলো ৩০ থেকে ১০০ টাকার মধ্যেই নেয়া যাবে।

পার্কটিতে রয়েছে ৪ টি পৃথক কনভেনশন হল। যেখানে একসাথে অনুষ্ঠান করা যাবে দুই থেকে আড়াই হাজার লোকের। আবাসন প্রকল্পে জমি পাওয়া যাচ্ছে কাঠাপ্রতি সর্বনিম্ন ৭ লাখ থেকে সর্বোচ্চ ২৮ লাখ টাকায়। এছাড়া সাড়ে ৪ হাজার প্লট রয়েছে প্রজেক্ট এরিয়াতে।

  • যোগাযোগ:
    01324249925 নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জানা যাবে।