মুন্সিগঞ্জ, ১০ সেপ্টেম্বর ২০২৫, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) সলিমুল্লাহ মুসলিম হল সংসদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ‘পাঠকক্ষ সম্পাদক’ পদে নির্বাচনে অংশ নিয়ে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী আব্দুল্লাহ জুবায়েরকে হারিয়ে বিজয়ী হয়েছেন মুন্সিগঞ্জের টংগিবাড়ি উপজেলার রংমেহার এলাকার সন্তান। জাহিদ হাসান
জাহিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় মুন্সিগঞ্জ-বিক্রমপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও কালেরকন্ঠ শুভসংঘ সলিমুল্লাহ মুসলিম হল ইউনিটের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক।
গতকাল (মঙ্গলবার) অনুষ্ঠিত সলিমুল্লাহ হল নির্বাচনে মোট ভোটার ছিলেন ৬৬৪ জন। এর মধ্যে ৫৫৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে জাহিদ হাসান ১৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির-সমর্থিত প্রার্থী আব্দুল্লাহ জুবায়ের পান ১২১ ভোট। ১৪ ভোটের ব্যবধানে জয় হয় জাহিদের।
জয়ের পর প্রতিক্রিয়ায় গণমাধ্যমকর্মীদের জাহিদ হাসান বলেন, এই জয় শুধু আমার ব্যক্তিগত সাফল্য নয়, এটি হলো হলের সব শিক্ষার্থীর জয়। তারা আমাকে বিশ্বাস করে ভোট দিয়েছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমার উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, সেটি সঠিকভাবে ও নিষ্ঠার সঙ্গে পালন করতে চাই। আমি প্রতিশ্রুতি দিচ্ছি- শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করব। বিশেষ করে পাঠকক্ষকে শিক্ষার্থীদের জন্য আরও প্রাণবন্ত ও উপযোগী করে তুলতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। আমি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।