১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | সকাল ১০:২১
টংগিবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৯ আগস্ট ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলা যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকালে উপজেলার সোনারং বেপারী বাড়িতে এ সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বিএনপি অগ্রণী ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠাবার্ষিকীকে সফল ও স্মরণীয় করে তুলতে যুবদল সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।

এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আনিসুর রহমান বেপারী, সদস্য সচিব মোঃ মহসিন খান বাবু ,যুগ্ন আহ্বায়ক শাজাহান বেপারীসহ বিভিন্ন ইউনিয়নের ২ শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা আগামী ১লা সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে পালন করতে তৃণমূল পর্যায়ের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।