১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | বিকাল ৩:১৩
টংগিবাড়ীতে দুই শতাধিক মানুষের মাঝে চিকিৎসা সেবা দিলো জীবন জীবনের জন্য ফাউন্ডেশন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩০ আগস্ট ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার নাটেশ্বর গ্রামে দুই শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন জীবন জীবনের জন্য ফাউন্ডেশন।

আজ শনিবার উপজেলার নাটেশ্বর গ্রামে এই কর্মসূচি করে সংগঠনটি।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো:জীবন মাদবর জানান, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করন, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা নির্ণয়, রক্তচাপ মাপা এবং রক্তদানের উপকারিতা সম্পর্কে আলোচনা করা হয় অনুষ্ঠানে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্বপ্নপূরন যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শারিকা আক্তার, পরিবার পরিকল্পনার পরিদর্শক মো: আল আমিন শেখ। নাটেশ্বর গ্রামের তরুণদের মধ্যে উপস্থিত ছিলেন, সৌরভ, ওয়াহিদুল ইসলাম মুন, মুরাদ ও আরও অনেকেই।

জীবন জীবনের জন্য ফাউন্ডেশন মুন্সিগঞ্জের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মো. জীবন মাদবর, প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন তামিম, কার্যকরী সদস্য সায়মা আক্তার তাহেরা, সদস্য খাদিজা আক্তার, আলিফ হোসেন, মাহি ইসলাম, সিনথিয়া আক্তার, আরিফা, ইমন, মারিয়া শারমিন আক্তার, মারজিয়া আক্তার, মিম ইসলাম, মৌসুমি বেগমসহ অন্যান্যরা।