মুন্সিগঞ্জ, ১০ মে ২০২০, আমিনুল ইসলাম মাছুম (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে সামাজিক দুরত্ব বজায় রাখতে যেয়ে দেশের প্রতিটি ইউনিয়নের খেটে খাওয়া মানুষের মতো ষোলঘর ইউনিয়নের অনেকেই কর্মহীন হয়ে পরেছেন।
এসকল কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তার অংশ হিসেবে জিআর কর্মসূচির আওতায় চাল ও আলু বিতরণ করা হয়েছে।
রোববার (১০ মে) সকালে উপজেলা প্রশাসনের নির্দেশক্রমে ষোলঘর ইউনিয়ন পরিষদ হতে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৪২০টি দুস্থ পরিবারের মধ্যে সরকারি এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল ও দেড় কেজি করে আলু দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. আজিজুল ইসলাম, ট্যাগ অফিসার জাহাঙ্গীর হোসেন নান্নু, ইউপি সচিব হরি নারায়ণ মন্ডলসহ ইউপি সদস্যগণ।