১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৮:১৫
Search
Close this search box.
Search
Close this search box.
করোনা: শ্রীনগরের প্রথম করোনা ‘পজেটিভ’ মহিউদ্দিন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩০ এপ্রিল, ২০২০, আমিনুল ইসলাম (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরের প্রথম সনাক্ত হওয়া করোনা রোগী ৬০ বছরের মোঃ মহিউদ্দিন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে তিনি ঢাকার কুয়েত-মৈত্রি হাসপাতাল থেকে উপজেলার পাটাভোগ ইউনিয়নের ফৈনপুর গ্রামের নিজ বাড়িতে ফিরে আসেন।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ রেজাউল ইসলাম এই তথ্য জানান।

তিনি জানান, গত ১০ এপ্রিল তার নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসের অস্তিত্ব ধরা পরে। পর দিন তাকে চিকিৎসার জন্য কুয়েত মৈত্রি হাসপাতালে প্রেরণ করা হয়।

ডাঃ রেজাউল ইসলাম আরো জানান, সুস্থ হওয়া রোগীর পুত্রবধু সহ উপজেলার আরো ৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী অনেকটাই সুস্থ রয়েছেন। তাদের কারোর অবস্থায় সংকটাপন্ন নয়।

মহিউদ্দিনের ছেলে মোঃ রাজু জানান, কোন পরিবারের সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হলে তাদের প্রতি অমানবিক আচরণ করা ঠিক নয়। দেশের কেউ এখন ঝুকি মুক্ত নয়। তাই বাসস্থানের একটা অংশ আগে থেকেই প্রস্তুত রাখা দরকার।

তিনি নিজেদের অভিজ্ঞতা থেকে বলেন, করোনা রোগীর জন্য প্রথমত মানসিক সাপোর্ট খুব জরুরী। তার বাবাসহ পরিবারের সবার জন্য তিনি দোয়া কামনা করেন।

error: দুঃখিত!