মুন্সিগঞ্জ, ২২ মে, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে আজ আরও ৪২ জন ‘করোনা পজেটিভ’ রোগী পাওয়া গেছে। এ নিয়ে মুন্সিগঞ্জে সর্বমোট করোনা রোগীর সংখ্যা ৫৩০ জন।
মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ শুক্রবার (২২ মে) এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন।
মুন্সিগঞ্জ জেলায় করোনা আক্রান্তের চিত্র- শুক্রবার, ২১ মে এপ্রিল, ২০২০ইং
উপজেলা | আক্রান্ত | মৃত্যু | সুস্থ |
মুন্সিগঞ্জ সদর | ২৪২ | ১০ | ৫৫ |
গজারিয়া | ৭৩ | – | ১০ |
টংগিবাড়ী | ৪০ | ৩ | ৬ |
লৌহজং | ৪৮ | ২ | ৪ |
সিরাজদিখান | ৭২ | – | ৩০ |
শ্রীনগর | ৫৫ | ১ | ৩৭ |
সর্বমোট- ৫৩০ | সর্বমোট-১৭ | সর্বমোট- ১৪২ |
মুন্সিগঞ্জ থেকে আজ পর্যন্ত (২২ মে) ৩১৭২ জনের শরীর থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ২৯৭৭ জনের রেজাল্ট পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত ৫৩০, মৃত ১৭, সুস্থ ১৪২ জন। রেজাল্ট এখনো পাওয়া যায়নি ১৪৫ জনের।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল প্রথম মুন্সিগঞ্জে একসাথে দুই নারীসহ দশজন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়।