১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | সকাল ১০:০৫
কখনো শহর দেখেননি এতিম শিশুরা, ব্যবস্থা করলেন ডিসি
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩ সেপ্টেম্বর ২০২৫, রাদিয়া হুসাইন (আমার বিক্রমপুর)

চুলে নতুন কাট, গায়ে সবার রঙিন পোষাক। চোখ-মুখে নির্মল আনন্দের ঝাপটা। ইদ্রাকপুর কেল্লার সামনে হাজির হতেই এদিক-ওদিক ছোটাছুটি। যেন কেল্লার পোড়া মাটির রঙ ছুয়ে গেছে নয়ন (১৩), তরিকুল (১৭), মংমংসাই মার্মার (১২) শিশু মন, আর সকলের অজান্তেই বয়ে যাচ্ছে শিহরণ।

মঙ্গলবার এমনই পরিবেশে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের উদ্যোগে মুন্সিগঞ্জ শহরসহ জেলা সদরের বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র ঘুরে দেখানো হয়েছে শ্রীনগর সরকারি শিশু পরিবারের ৩৬ এতিম শিশুকে।

জানা যায়, গত ৩ মার্চ শ্রীনগরের ভাগ্যকুলে অবস্থিত সরকারি শিশু পরিবারের সদস্যদের সাথে ইফতার মাহফিলে যোগ দেন জেলা প্রশাসক। সেদিন এতিম শিশুরা জেলা প্রশাসকের কাছে শহর ঘুরে দেখার আবদার করলে তিনি শিশুদেরকে শহরে নিয়ে আসার প্রতিশ্রুতি দেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী মঙ্গলবার শিশু পরিবারের ৩৬ জন সদস্য জেলার প্রত্নতত্ত্ব নিদর্শন ইদ্রাকপুর কেল্লা এবং অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্স ঘুরে দেখেন।

এরপরে কনফারেন্স রুমে তাদের সাথে মতবিনিময় সভা করেন জেলা প্রশাসক। এসময় নতুন টিফিন বক্স, উন্নত খাবার এবং স্কুলের ড্রেস দেয়া হয় শিশুদেরকে।

উপজেলা নির্বাহী অফিসার, শ্রীনগর ও জেলা সমাজসেবা কার্যালয়ের সহায়তায় এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. মহিন উদ্দিন, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক জনাব আলাল উদ্দিন এবং জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।