২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ১২:৪৪
এক্সপ্রেসওয়ের সিসিটিভি ক্যামেরার ব্যাটারি-ইউপিএস চুরি করে ভাঙারি দোকানে বিক্রি
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৯ অক্টোবর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে বিশেষায়িত সিসিটিভি ক্যামেরার ব্যাটারি- ইউপিএস চুরি করে ভাঙারি দোকানে বিক্রি করেছিলেন এক চোর চক্রের ৫জন। পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে।

আজ রোববার সন্ধ্যায় জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, চলতি বছরের আগস্টে ৩ দফা ও অক্টোবর মাসে দুই দফায় শ্রীনগর থানাধীন ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের নিরাপত্তার প্রয়োজনে স্থাপিত বিশেষায়িত সিসি ক্যামেরা পরিচালনার জন্য মোট ১৮ টি ইউপিএস এর ব্যাটারি এবং ইউপিএস যার মূ্ল্য আনুমানিক ৯ লাখ অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় শ্রীনগর থানায় মামলা দায়ের করে সড়ক ও জনপথ কতৃপক্ষ।

মামলা রুজুর পর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) প্রযু্ক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় আসামিদের  সনাক্ত করে। পরে তাদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়। ডিবির টিম গতকাল শনিবার (১৮ অক্টোবর) বিকাল ৩টায় সিরাজদিখান থানাধীন চালতীপাড়া এলাকায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের চালতিপাড়া ব্রীজের উপর থেকে এ ঘটনার মূলহোতা ইব্রাহীম ওরফে কুট্টি ওরফে রাজাকে (৩০) গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্যমতে মুন্সিগঞ্জের নিমতলা, ঢাকার কেরানীগঞ্জ ও কদমতলি এলাকা থেকে ধরা পড়ে আরও ৪ জন। উদ্ধার হয় ১টি ইগল ব্র্যান্ডের ইউপিএস ও ১২টি ইউপিএস ব্যাটারি।

গ্রেপ্তারকৃতরা হলেন- মুন্সিগঞ্জের সিরাজদিখানের ইব্রাহীম ওরফে কুট্টি ওরফে রাজা (৩০) ও জনি শেখ (২৯), দক্ষিণ কেরানীগঞ্জ এলাকার মো. শহিদ (৫০), ঢাকার কদমতলির মো. আব্দুস সালাম (৩৫) ও মো. মিলন শেখ (৪০)।

পুলিশ সুপার জানান, এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া চুরি হওয়া বাকি মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।