মুন্সিগঞ্জ, ২৩ অক্টোবর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
২০২৪ সালের ৪ আগস্ট মুন্সিগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলা ও হত্যার দায়ে দায়েরকৃত একাধিক মামলার আসামি মুন্সিগঞ্জ শহর ছাত্রলীগের (নিষিদ্ধঘোষিত) সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন সাগরকে (৩১) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ বৃহস্পতিবার ভোরে তাকে মুন্সিগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অনুসরন করে তাকে গ্রেপ্তার করা হয়।
মুন্সিগঞ্জ জেলা পুলিশের দায়িত্বশীল সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশ ছেড়ে চলে যান সাগর। পরে কোরিয়াতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়ার পর বাংলাদেশে ফেরত পাঠানো হয় তাকে। সম্প্রতি কঠোর গোপনীয়তায় দেশে ফিরে ঢাকায় বসবাস শুরু করেন সাগর। গত এক মাস ধরে সাগরকে অনুসরন শুরু করে মহানগর গোয়েন্দা পুলিশ। এর মধ্যে গতকাল রাতে গ্রেপ্তার হন তিনি।
প্রসঙ্গত; ৪ আগস্ট সারাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সমর্থনে মুন্সিগঞ্জে কর্মসূচি করতে জড়ো হয় কয়েক হাজার ছাত্র-জনতা। এসময় অস্ত্র-ককটেল নিয়ে তাদের উপর হামলা করে ছাত্রলীগ-আওয়ামী লীগের নেতাকর্মীরা। নিরস্ত্র আন্দোলনকারীরা ইটপাটকেল-লাঠিসোটা নিয়ে প্রতিরোধের চেষ্টা করলে সংঘর্ষ বাঁধে। এসময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন সজল মোল্লা, রিয়াজুল ফরাজী ও ডিপজল। এছাড়াও আহত হন শতাধিক ব্যক্তি। এসব ঘটনায় ৩টি হত্যা মামলাসহ অন্তত ৫টি হত্যাচেষ্টা মামলাতে আসামি করা হয়েছে সাজ্জাত হোসেন সাগরকে।