মুন্সিগঞ্জ, ১৬ অক্টোবর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় মুন্সিগঞ্জ জেলায় শিক্ষার মান বিবেচনায় শীর্ষে দাঁড়িয়েছে সরকারি হরগঙ্গা কলেজ। জেলার মধ্যে জিপিএ-৫ প্রাপ্তি এবং বিভাগভিত্তিক পারফরম্যান্সের দিক থেকে এটি সর্বাধিক সফল প্রতিষ্ঠান হিসেবে দেখা গেছে।
এবছর প্রতিষ্ঠানটি থেকে ১ হাজার ৮৮৪ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১ হাজার ৩২০ জন উত্তীর্ণ হয়। পাশের হার ৭০ দশমিক ১ শতাংশ। ৬১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
যদিও শ্রীনগর সরকারি কলেজ থেকে এবার সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে (২ হাজার ৪২ জন), তবুও সরকারি হরগঙ্গা কলেজ জেলায় সর্বাধিক সফল প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয়। কারণ, জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যায় নেতৃত্ব। হরগঙ্গা কলেজ থেকে মোট ৬১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। বিশেষ করে বিজ্ঞান বিভাগে ৩০ জন জিপিএ-৫ অর্জন করেছে, যা জেলায় এককভাবে সর্বোচ্চ।
অন্যদিকে পাশের হারে জেলায় সেরা প্রতিষ্ঠান হলো ইউনুস খান মেমোরিয়াল কলেজ। ছোট প্রতিষ্ঠান হলেও এই কলেজের শিক্ষার্থীরা সম্পূর্ণভাবে পাশ করেছে। সব বিভাগ মিলিয়ে মোট শিক্ষার্থীর শতাংশ পাশ নিশ্চিত করেছে এবং ১০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষক ও সাবেক শিক্ষার্থীরা মনে করেন, মোট শিক্ষার্থী সংখ্যা কম হলেও, হরগঙ্গা কলেজের শিক্ষার্থীরা প্রতিটি বিভাগের ক্ষেত্রে শক্তিশালী প্রস্তুতি নিয়েছে। এর ফলে হরগঙ্গার পাশের হার এবং জিপিএ-৫ প্রাপ্তি বেড়েছে। এছাড়া হরগঙ্গা কলেজের ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রতিটি বিভাগে ফলাফল মানসম্মত, যা শিক্ষার মান উন্নয়নকে নির্দেশ করে।
শিক্ষাবিদরা বলছেন, হরগঙ্গা কলেজের এই সাফল্যের পেছনে কয়েকটি মূল কারণ কাজ করেছে। নিয়মিত মডেল পরীক্ষা-শিক্ষার্থীরা প্রস্তুতিতে থাকায় পরীক্ষার মান বৃদ্ধি পেয়েছে। শিক্ষকদের নিবিড় তদারকি- ছাত্রদের দুর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়। আধুনিক শিক্ষাপদ্ধতি-পাঠদান ও অনুশীলন কার্যক্রমকে দক্ষভাবে বাস্তবায়ন করা হচ্ছে। বিভাগভিত্তিক লক্ষ্যভিত্তিক প্রস্তুতি-বিশেষ করে বিজ্ঞান বিভাগে সুনির্দিষ্ট প্রস্তুতি লক্ষ্যণীয়।