মুন্সিগঞ্জ, ১৬ সেপ্টেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মুন্সিগঞ্জে নাতে রাসুল, দরুদ সালাম এবং নারায়ে রিসালাত স্লোগানের মধ্য দিয়ে পালিত হয়েছে জশনে জুলুস।
আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আহলে সুন্নাত ওয়াল জামায়াত মুন্সিগঞ্জের আয়োজনে ঘন্টাব্যাপী জুলুসটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাচারি এলাকায় কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, দাওয়াত ইসলামী বাংলাদেশের সদস্য ও যোগাযোগ বিভাগের জিম্মাদার মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম মুজাদ্দেদী আত্তারি, জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি মুহাম্মদ সিরাজুল ইসলাম মুজাদ্দেদী, সরদার পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মুফতি হুসাইন আহমদ কাদেরী, মাওলানা হোসাইন আহমদ আতিকি, মাওলানা ফয়সাল মাদানী আত্তারি, মাওলানা নাসির মাদানী, মাওলানা শহিদুল ইসলাম, মুহাম্মদ রফিকুল ইসলামসহ বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।