আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব ‘ছবিমেলা ১১তম আসর’-এ নির্বাচিত মুন্সিগঞ্জের রায়হান আহমেদের ছবি
মুন্সিগঞ্জ, ২৩ জানুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম এবং এশিয়ার প্রথম নিয়মিত আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব হিসেবে স্বীকৃত ছবিমেলা-এর ১১তম সংস্করণে নির্বাচিত হয়েছে বাংলাদেশি আলোকচিত্রী, মুন্সিগঞ্জের সন্তান রায়হান আহমেদ-এর তিনটি আলোকচিত্র।
এবারের আসরে ১৮টি দেশের ৫৮ জন শিল্পীর সঙ্গে তার আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে।
২০০০ সাল থেকে যাত্রা শুরু করা এই আন্তর্জাতিক আলোকচিত্র উৎসবটি বর্তমানে বিশ্বজুড়ে আলোকচিত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত।
চলতি বছরের ছবিমেলা এক্সআই শুরু হয়েছে ১৬ জানুয়ারি ২০২৬ এবং চলবে ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।
এবারের উৎসবের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘রি’ (Re)—যার অর্থ পুনরাবৃত্তি, পুনর্নির্মাণ কিংবা নতুনভাবে শুরু করা।
আয়োজকদের মতে, বাংলাদেশের সাম্প্রতিক সামাজিক বাস্তবতা, পরিবর্তন ও ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখেই এবারের থিম নির্ধারণ করা হয়েছে।
রাজধানী ঢাকার পাঁচটি প্রধান ভেন্যুতে একযোগে এই প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। ভেন্যুগুলো হলো—দৃকপাথ ভবন (প্রধান ভেন্যু), বাংলাদেশ জাতীয় জাদুঘর, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, অঁলিয়াস ফ্রঁসেজ দ্য ঢাকা এবং জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা।
আলোকচিত্রী রায়হান আহমেদ গত ১০ বছর ধরে নিয়মিত আলোকচর্চার সঙ্গে যুক্ত। আন্তর্জাতিক অঙ্গনে তিনি একজন পরিচিত ও পুরস্কৃত আলোকচিত্রী হিসেবে সুপরিচিত। তিনি ২০২৩ সালে হংকংয়ে অনুষ্ঠিত পৃথিবী বিষয়ক আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতায় বিজয়ী হন। পরবর্তীতে ২০২৪ সালে একই প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।
২০২৫ সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)- আয়োজিত ডেভথন–৬ আলোকচিত্র প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন। একই বছরে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত ‘তারুণ্যের উৎসব’ আলোকচিত্র প্রতিযোগিতায় প্রথম পুরস্কার অর্জন করেন।
এছাড়া তিনি ২০২৩ সালে সুইজারল্যান্ডের ‘ওয়াইল্ড হর্ন’ আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতায় বিজয়ী হন। তার উল্লেখযোগ্য আন্তর্জাতিক পুরস্কারের মধ্যে রয়েছে—দুবাইয়ের ট্রান্সফরমেটিভ আরবান কলিশনস, কপ–২৮ সংযুক্ত আরব আমিরাত পুরস্কার, আরবান ফটো অ্যাওয়ার্ডস ২০২৩, মস্কো ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ড,
সম্মানজনক হামদান বিন মোহাম্মদ বিন রশীদ আল মাখতুম আন্তর্জাতিক আলোকচিত্র মেডেল, স্পেনের মেমোরিয়াল মারিয়া লুসিয়া পুরস্কার, ইউনেস্কোর আইসিএম মার্শাল আর্ট পুরস্কারসএবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পুরস্কার।
শিক্ষাজীবনে রায়হান আহমেদ মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি হরগঙ্গা মহাবিদ্যালয় থেকে একাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি আলোকচিত্রে বিভিন্ন কোর্স করেন সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউশন (পাঠশালা) থেকে।
তার তোলা আলোকচিত্র ইংল্যান্ডের স্বনামধন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে স্থান পেয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ফার্স্টহ্যান্ড ক্যালেন্ডারসহ দেশি ও বিদেশি বিভিন্ন ক্যালেন্ডার, জার্নাল ও ম্যাগাজিনে তার ছবি প্রকাশিত হয়েছে।
এছাড়াও ইংল্যান্ডের ডেইলি টেলিগ্রাফ, টাইম ম্যাগাজিন (অনলাইন), দি গার্ডিয়ান, রয়টার্স, ইউরোপা প্রেস, জুমা প্রেসসহ দেশ-বিদেশের বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে তার আলোকচিত্র প্রকাশিত হয়েছে। লন্ডনের ‘উইজডেন এমসিসি ক্রিকেট ফটোগ্রাফার অব দ্য ইয়ার ২০২০’ ফটোবুকেও তার তোলা ছবি স্থান পেয়েছে। এ পর্যন্ত তিনি অর্জন করেছেন ১২০টিরও বেশি আন্তর্জাতিক পুরস্কার।
রায়হান আহমেদের আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে, চীন, ইতালি, যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, স্পেন,
অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ডসহ বিশ্বের ১৮টি দেশে।
তিনি মুন্সিগঞ্জ জেলার উত্তর ইসলামপুর এলাকার বাসিন্দা এবং এলাকার সুপরিচিত নবজোয়ার সংঘের একজন সদস্য।
তার এই আন্তর্জাতিক সাফল্যে স্থানীয় সংস্কৃতিকর্মীসহ তার বন্ধু ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে।

