মুন্সিগঞ্জ, ১৯ জুলাই, ২০২০, মিরকাদিম প্রতিনিধি (আমার বিক্রমপুর)
‘আগামী মিরকাদিম পৌর নির্বাচনে ভোট কেন্দ্র পাহাড়া দেয়া হবে। সেই নির্বাচনে নৌকা মার্কা নিয়েই আমি লড়াই করবো। আমার প্রতিটি নেতাকর্মীর কাছে অনুরোধ থাকবে আপনারা নির্বাচনের দিন ভোট কেন্দ্র পাহাড়া দিবেন যাতে কোন দুবৃত্ত ভোট কে বানচাল করতে না পারে।’- এসব কথা বলেছেন ব্যবসায়ী ও জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মনসুর আহমেদ কালাম।
শনিবার (১৮ জুলাই) রাতে মিরকাদিমের দরগাবাড়ি এলাকায় এক ঘরোয়া রাজনৈতিক সভায় এসব কথা বলেন তিনি।
মনসুর আহমেদ কালাম বলেন, ‘ছাত্রলীগ করেছি, যুবলীগ করেছি, এখন আওয়ামী লীগ করি। গত নির্বাচনে আমাকে নৌকা না দিয়ে আমাদের নেতাদেরকে ভুল বুঝিয়ে উনি (মেয়র শাহিন) নৌকা নিয়ে এসেছিলো। ইনশাআল্লাহ্ এবার কিছুতেই নৌকা পাবে না। আমি নৌকা নিয়ে নির্বাচন করবো। এর আগে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।’
কালাম আরও বলেন, ‘পৌর নাগরিকরা আজ দুই ভাগে বিভক্ত। এক ভাগে যারা মেয়রের লোক তারাই সকল সুযোগ-সুবিধা পাচ্ছেন, অন্য ভাগে যারা অন্যায়-অপকর্মের বিরোধীতা করে তাদের হামলা-মামলা দিয়ে সকল নাগরিক সুবিধা থেকে বিতাড়িত করে রাখা হয়েছে।’
তিনি বলেন, ‘আমি নির্বাচিত হলে মুখ দেখে সেবা দেয়ার এই ট্রেন্ড ভেঙ্গে সকলের জন্য সমান নাগরিক সেবা নিশ্চিত করবো। কে আমাকে ভোট দিলো আর কে দিলো না সেটি বিবেচনায় আনবো না।’
উল্লেখ্য, ২০১৫ সালের ডিসেম্বরে সর্বশেষ মিরকাদিম পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই হিসেবে এই বছরের ডিসেম্বরে মিরকাদিম পৌরসভার পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গত নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েও পাননি আওয়ামী লীগ নেতা কালাম। অন্যদিকে সদ্য যোগ দিয়েই আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা মার্কা নিয়ে নির্বাচনে লড়েন শহিদুল ইসলাম শাহিন।