গত ২৪ শে জানুয়ারী রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত বাংলাদেশ ছাত্রলীগের ৬৯ বছরের পদার্পনের পূর্ণমিলনীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শিক্ষা খাতে অভূতপূর্ব উন্নয়নের জন্য ছাত্রলীগের পক্ষ থেকে ‘বিদ্যানন্দিনী‘ উপাধিতে ভূষিত করেন সংগঠনের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
এ সময় মাননীয় প্রধানমন্ত্রী অনুষ্ঠানের প্রধান অথিতি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন।
এছাড়াও সে সময় ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ অাওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মন্ত্রীপরিষদের সদস্যবর্গ ও জাতীয় সংসদের মাননীয় সদস্যবৃন্দ।
জাকির হোসেন তার বক্তব্যে প্রধানমন্ত্রীকে বিদ্যানন্দীনি হিসেবে সম্মোধন করে বলেন- মাননীয় নেত্রী, অাপনি হচ্ছেন শিক্ষাবান্ধব নেত্রী বিদ্যানন্দিনী প্রিয় নেত্রী। অাপনি গত বাজেটে তথ্যপ্রযুক্তি ও শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ রেখেছেন। এ জন্য সারা বাংলার সাড়ে চার কোটি ছাত্রসমাজের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতঙ্গতা জানান তিনি।
এছাড়াও নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার প্রয়োজনীয়তা অনুভব করে জাকির হোসেন প্রধানমন্ত্রীর নিকট অাবেদন রেখে তার বক্তব্যে অারো বলেন- মাননীয় নেত্রী, সারা দেশে যত বিশ্ববিদ্যালয় অাছে প্রতিটা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা সাবজেক্টে মুক্তিযুদ্ধ বিষয়ক পূর্ণ ১০০ নম্বরের কোর্স চালু করুন যাতে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে ধারণা পেয়ে সন্ত্রাসী ও জঙ্গী কার্যক্রম থেকে দূরে থাকে।
এ সময় সারা বাংলাদেশ হতে অাগত প্রতিটা ইউনিটের বিপুল নেতাকর্মী সমাবেশস্থলে উপস্থিত ছিলেন।