মুন্সিগঞ্জ, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
গেল বছরের জুলাইতে গঠিত, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেয়া এবং পরবর্তীতে সরকার পতনে মূখ্য সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর মুন্সিগঞ্জ জেলার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে বিভিন্ন পদে ২১৫ জনের নাম রয়েছে। জেলার ৬ উপজেলা থেকে বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা এই কমিটিতে রয়েছেন। কমিটির মেয়াদ বলা হয়েছে ৬ মাস।
কমিটির আহবায়ক সিরাজদিখান উপজেলার জাকারিয়া আহমেদ সাদ, সদস্য সচিব টংগিবাড়ী উপজেলার জাহিদ হাসান, মুখ্য সংগঠক সদর উপজেলার মাহমুদুল হাসান নিরব ও মুখপাত্র লৌহজং উপজেলার অবন্তিকা দাস কংকা।
এছাড়া কমিটিতে স্থান পেয়েছেন ৪৩ জন নারী।
আজ শুক্রবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফেসবুক পেজ থেকে এ কমিটি ঘোষণা করা হয়।
গতকাল ২৭ ফেব্রুয়ারি কেন্দ্রীয় কমিটির আহবায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল এতে স্বাক্ষর করেন।