মুন্সিগঞ্জ, ২৪ জুলাই ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে চলমান অস্থীরতা নিরসনে গেল ১৮ জুলােই (বৃহস্পতিবার) রাত থেকে ইন্টারনেট কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেয় সরকার। এর দুই দিন আগ থেকে বন্ধ ছিলো মোবাইল ইন্টারনেট সেবা।
তবে দেশের অর্থনৈতিক ও অন্যান্য গুরুত্ব বিবেচনায় এবং পরিস্থিতির উন্নতি হওয়ায় গতকাল মঙ্গলবার (২৪ জুলাই) রাত থেকে সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সচল করে দিয়েছে সরকার। দায়িত্বশীল সূত্র জানিয়েছে, মোবাইল ইন্টারনেটও শীঘ্রই সচল করে দেয়া হবে।
দেশে ইন্টারনেট বন্ধ থাকায় ৫ দিন ধরে বন্ধ ছিলো আমার বিক্রমপুরের কার্যক্রম। এ কারণে দেশে-বিদেশের পাঠকরা নতুন কোন সংবাদ পড়তে পারেননি। এ জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।