২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | বিকাল ৪:৫৩
২১ আগস্ট: মিরকাদিমে আলোচনা সভা ও দোয়া
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২১ আগষ্ট, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের মিরকাদিমে ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহতদের স্বরণে আলোচনা সভা ও রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে মিরকাদিম পৌর ভবনে এই দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়।

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্বরণ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র শহিদুল ইসলাম শাহীন।

পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল বাতেন সেন্টুর সভাপতিত্বে নিহতদের স্বরণ করে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন আহম্মেদ, মিরকাদিম পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর আবু তাহের, পৌর কাউন্সিলর আব্দুল মজিদ, আজমান হোসেন, নারী কাউন্সিলর নুরজাহান শিল্পী, স‌ান‌ো‌য়ারা বেগম প্রমুখ।

পরে নিহতদের রুহের মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।