১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
বুধবার | দুপুর ২:৩১
Search
Close this search box.
Search
Close this search box.
হরগঙ্গা কলেজে শিক্ষার্থীদের মাঝে ছাত্রলীগের ৫দিন ব্যাপী ‘সেবা কেন্দ্র’
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৯ সেপ্টেম্বর, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজে স্নাতক (সম্মান) শ্রেনীতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের মাঝে ৫দিন ব্যাপী বিভিন্ন সেবামূলক কর্মকান্ডের অংশ হিসেবে ‘সেবা কেন্দ্র’ কর্মসূচি পালন করেছে কলেজ শাখা ছাত্রলীগ।

গত ৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই কর্মসূচির আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ছিলো ৫ম দিন।

হরগঙ্গা কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি নিবির আহমেদ জানান, কলেজ শাখা ছাত্রলীগের পক্ষ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেনীতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে ‘সেবা কেন্দ্র’ নামে একটি ডেক্স খোলা হয়। এখানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, মাক্স,হ্যান্ড স্যানিটাইজার, ছাত্রলীগের লিফলেট, সুপেয় খাবার পানির ব্যবস্থা ও বিভিন্ন তথ্যের মাধ্যমে সহযোগিতা করা হয়।

নিবির আহমেদ জানান, এর মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা উপকৃত হয়েছে এবং ছাত্রলীগের প্রশংসা করেছে।

‘সেবা কেন্দ্র’ কর্মসূচি বাস্তবায়নে আরও অংশ নেন, জেলা ছাত্রলীগের উপ দপ্তর সম্পাদক ওমর ফারুক, কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফাহিম মিয়াজী, অর্পণ, পিয়াস, তুহিন, ফয়সাল, মুন্না প্রমুখ।

error: দুঃখিত!