৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ১২:৪৭
হরগঙ্গা কলেজের প্রয়াত অধ্যক্ষ সুখেন চন্দ্র ব্যানার্জীর স্মরণ সভা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ ৬ নভেম্বর, ২০১৯, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি হরগঙ্গা কলেজের প্রাক্তন প্রয়াত অধ্যক্ষ সুখেন চন্দ্র ব্যানর্জীর ২য় প্রয়ান দিবস উপলক্ষ্যে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সরকারি হরগঙ্গা কলেজ এর আয়োজনে দুপুরে কলেজের জামতলা আযীমউদ্দিন মঞ্চে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন কলেজের শিক্ষক-শিক্ষার্থী সহ জেলার বিভিন্ন শ্রেণী পেশার কয়েক শতাধিক মানুষ।

বক্তারা প্রয়াত অধ্যক্ষের স্মৃতিচারণ করেন বলেন, অধ্যক্ষ সুখেন চন্দ্র ব্যানার্জি ছিলেন একজন আলোর আলোক বর্তিকা। তিনি অত্র প্রতিষ্ঠানে প্রায় ২২বছর বিভিন্ন পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। কলেজ অবকাঠামো-শিক্ষা উন্নয়ন তথা মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন সামাজিক পরিবর্তনে কাজ করেছেন।

তার কর্মগুনে তিনি জেলাবাসীর কাছে শ্রদ্ধেয় স্বরণীয় হয়ে থাকবেন একজন সু-শিক্ষক, নিরহংকারী ও কর্মবীর সৎ মানুষ হিসাবে।

স্বরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ জায়েদুল আলম পিপিএম (বার)।

কলেজের অধ্যক্ষ আব্দুল হাই তালুকদারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, প্রয়াত অধ্যক্ষের সহধর্মীনি মীনা রাণী চক্রবর্তী, কলেজের উপাধ্যক্ষ নাছিমা আক্তার, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সভ্যতার আলোর সম্পাদক মীর নাছির উদ্দিন উজ্জ্বল, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি কাজী সাব্বির আহমেদ দীপু, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এড.শাহীন আমানউল্লাহ, সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি মতিউল ইসলাম হিরু, পৌর কাউন্সিলর নার্গিস আক্তার প্রমুখ।

error: দুঃখিত!