১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | দুপুর ২:৩৯
Search
Close this search box.
Search
Close this search box.
স্ত্রীর হাতে চড় খাওয়া বলিউড তারকারা
খবরটি শেয়ার করুন:

শুধুমাত্র সিনেমার কাহিনীতেই নয় বাস্তবজীবনেও বহুবার বিপদে পড়তে হয়েছে বলিউড তারকাদের। ঘরে ও বাইরে দুই জায়গাতেই স্ত্রীর হাতে চড় খেয়েছেন বেশ কয়েকজন বলিউড তারকা। ক্লুজ অ্যারেনা থেকে পাওয়া গেল স্ত্রীর হাতে চড় খাওয়া এমনই কয়েকজন তারকার কথা।

১. সুশান্ত সিং রাজপুত
সুশান্ত সিং রাজপুতের স্ত্রী অঙ্কিতা লোখান্ডে সিনেমায় কাজ না করলেও ছোটপর্দার নিয়মিত মুখ। টিভি সিরিজ ‘পবিত্র রিশতা’র এই নিরীহ নারীটি কিন্তু আদতে ঠিক তেমন নিরীহ নন! শুটিং সেটে সবার সামনেই তিনি চড় মেরেছিলেন সুশান্তকে। এ কথা আবার গণমাধ্যমকে জানিয়েছিলেন খোদ সুশান্ত।

২. অক্ষয় কুমার
একটি হোটেলের লবিতে একেবারে জনসম্মুখে স্বামী অক্ষয়কে চড় কষিয়েছিলেন টুইংকেল খান্না। শুধু তাই নয়, প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে অক্ষয়ের যখন ‘সম্পর্ক’ তুঙ্গে (গুজব না সত্যি সে বিষয়টি এখনো অমীমাংসিত!), টুইংকেল রীতিমতো অক্ষয়কে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেছিলেন!

৩. করন সিং গ্রোভার
বিপাশা বসুর নতুন ‘বন্ধু’ করন সিং গ্রোভারের অবশ্য স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়ে গেছে ‘অ্যালোন’ ছবি মুক্তির সময়েই। সাবেক স্ত্রী জেনিফার উইঙ্গেট করনকে চড় মেরেছিলেন ‘দিল মিল গ্যায়ে’র শুটিং সেটে, যখন জানতে পেরেছিলেন করন তার সঙ্গে প্রতারণা করেছেন। কন বিষয়ে, তা নিশ্চয়ই বুঝতে পেরেছেন!

৪. আরিয়ান বৈদ
আমেরিকান স্ত্রী আলেজান্দ্রা কপলির সঙ্গে প্রায়ই ঝামেলা লাগত মডেল কাম অভিনেতা আরিয়ান বৈদের। তিনি অভিযোগ করেছিলেন, আলেজান্দ্রা তার পরিবারের মানুষজনকে সম্মান দেন না, ভালো ব্যববহার করেন না। এ কারণে তিনি যথেষ্ট বিরক্ত। এই তিক্ততা এমন পর্যায়ে গিয়েছিল যে শুটিংয়ের সেটে সবার সামনে আলেজান্দ্রা চড় মেরেছিলেন আরিয়ানকে।

৫. এমরান হাশমি
ব্যক্তিগত জীবনে বলিউড স্ক্রিনের ‘ব্যাডবয়’ এমরান হাশমি একেবারে অন্যরকম। আর সেখানে ‘উল্টোপাল্টা’ করলে নাকি রীতিমতো ‘খবর’ হয়ে যায় এই তারকার! এমরান নিজেই বলেছেন, স্ত্রী পারভিনের অনেকবার চড় খেয়েছেন তিনি।

error: দুঃখিত!