২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | সন্ধ্যা ৬:১৭
স্কাউটসের সর্বোচ্চ সম্মাননা ‘প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড’ পাচ্ছেন মুন্সিগঞ্জের হাসিব
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৩ মার্চ ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

স্কাউটসের সর্বোচ্চ সম্মাননা ‘প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড’ পেতে যাচ্ছেন মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মো. হাসিবুর রহমান।

গত ১৯ মার্চ বাংলাদেশ স্কাউটসের পরিচালক (প্রোগ্রাম) মোসা. মাহফুজা পারভীন স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়।

পত্র সূত্রে জানা যায়, বাংলাদেশ স্কাউটস এর প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় ২০২৩ সালের জাতীয় পর্যায়ের ‘প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড’ প্রার্থীদের মৌখিক, ব্যবহারিক ও সাতাঁর মূল্যায়ন ক্যাম্প গত ৩০ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাক, গাজীপুরে অনুষ্ঠিত হয়। উক্ত মূল্যায়নে ‘প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড’ এর জন্য ৬৯৭ জন স্কাউটকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।

এর আগে, ২০১৯ সালে হাসিবুর রহমান ফাহাদ ও তার বোন নুরে জান্নাত ঐশী ক্লাব স্কাউট শাখার সর্বোচ্চ সম্মাননা ‘শাপলা ক্লাব অ্যাওয়ার্ড’ অর্জন করেন।

হাসিবুরের বাবা সরকারি লৌহজং কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান এবং মা রেশমা আখতার বেজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। পাশাপাশি তিনি লৌহজং উপজেলার কাব স্কাউট লিডার হিসেবেও দায়িত্ব পালন করছেন।

হাসিবুরের বাবা-মা তাদের সন্তানের এই ধারাবাহিক সাফল্যের পেছনে স্কাউট লিডার, শিক্ষকবৃন্দ এবং সকল অনুপ্রেরণাদাতার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। পাশাপাশি তারা সকলের কাছে হাসিবুরের ভবিষ্যৎ সাফল্যের জন্য দোয়া ও আশীর্বাদ চেয়েছেন।

error: দুঃখিত!