মুন্সিগঞ্জ, ১ মে, ২০২১, জাহাঙ্গীর আলম চমক (আমার বিক্রমপুর)
মাসখানেক ধরে প্রচণ্ড গরমে অসহ্য পরিস্থিতিতে পড়েছে মানুষজন। দেশের বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। ঘন ঘন আকাশের দিকে তাকিয়ে বৃষ্টির সম্ভাবনা খুঁজতে দেখা যেতো অনেককে। এরই মধ্যে আজ খুঁশির খবর পাওয়া গেল মুন্সিগঞ্জের সিরাজদিখানে।
হালকা ঝড়ো বাতাস সহ বজ্র ও অল্প মাত্রার শিলা বৃষ্টির দেখা পেয়েছে সিরাজদিখানবাসী। শনিবার (১ মে) দুপুর দেড়টা থেকে উপজেলার বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের খবর পাওয়া যায়।
কোলা ইউনিয়নের আশরাফ আলী বলেন, বৃষ্টি অনেক দরকার ছিলো। এতো দিন গরমে কলিজা শুকিয়ে যাওয়ার মতো। ফসল নষ্ট হয়ে যাচ্ছিলো। বৃষ্টি হয়ার ফলে শান্তি ফিরে পেলাম।
জৈনসার ইউনিয়নের কৃষক গনি বেপারি বলেন, সকাল থেকে গরমে হাপাচ্ছিলাম। হঠাৎ বৃষ্টি নামার কারণে অনেকটা ভালো লাগছে। বৃষ্টি হওয়ায় গরমের তাপ অনেকটা কমেছে।