মুন্সিগঞ্জ, ১৯ নভেম্বর, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন বিসিএসআইআর প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ড. আহসান হাবীব, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মহাসিনা জাহান তোরণ, উপজেলা প্রকৌশলী শোয়াইব বিন আজাদ, সিরাজদিখান প্রেসক্লাব সভাপতি ইমতিয়াজ বাবুল সহ আরো অনেক।
প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন দপ্তর ও স্কুলের ছাত্রছাত্রীদের বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শন করেন।