মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহন চলছে অাজ । ভোট গ্রহনের শুরুতেই সিরাজদিখানে বিএনপি মনোনিত চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল খালেক সিকদারের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা।
আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী ইকবাল হোসেন চোকদারের কর্মী-সমর্থকরা তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ বিএনপির এই প্রার্থীর।
মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের রশুনিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
সহকারী পুলিশ সুপার (সার্কেল) সামসুজ্জামান বাবু জানান, আবদুল খালেক সিকদারের ওপর হামলার ঘটনা ঘটেছে। তিনি কিছুটা আহত হয়েছেন, তাঁর নাক দিয়ে রক্ত পড়েছে। প্রাথমিক চিকিৎসার পর তিনি বাড়ি ফিরে গেছেন। পুলিশ সুপার আরো জানান, বিচ্ছিন্ন একটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।
এখানে ৩৫ চেয়ারম্যান প্রাথী’র পাশাপাশি মেম্বার প্রার্থী ১৮৯ ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৭৮ জন লড়ছেন। মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৪৮ হাজার ৮শ ১০ জন । এখানে পুরুষ ভোটার রয়েছে ৭৬ হাজার ১শ ৪০ জন । নারী ভোটার সংখ্যা ৭২ হাজার ২শ ৬০ জন।