মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজদিয়া গ্রামে নকল বিদেশী মদ তৈরীর মিনি কারখানার সন্ধান পেয়ে সেখানে অভিযানে চালায় র্যাব-১১।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর এই অভিযানে ১৮ বোতল মদ ও মদ তৈরির সরঞ্জামসহ ২ জন আটক হয়।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত র্যাব-১১ পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান এর নেতৃতে অভিযান চালানো হয়। টানা আড়াই ঘন্টা অভিযান চালিয়ে উপজেলার রাজদিয়া গ্রামের নাহার কোল্ড স্টোরেজ সংলগ্ন মোল্লা বাড়ি থেকে বাবু (২৬) ভুলু (২৪) দুই সহোদরকে গ্রেফতার করে র্যাব-১১।
তারা দুজন উপজেলার হিরনী খিলগাও গ্রামের নুরু মিয়ার ছেলে। তারা ঐ বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে এই কাজ করে আসছে।
র্যাব-১১ পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এক সপ্তাহ যাবত নজর দারি করছিলেন। মঙ্গলবার অভিযান চালিয়ে ১৮ বোতল বিদেশী বোতলে তৈরী মদ, মদ তৈরীতে বিভিন্ন সরঞ্জাম ও একটি অটো বাইক আটক করেছে। তারা দুজন নিজেরাই মদ তৈরি করে এবং বিক্রি করে। সি.জি.সি (১) মুন্সিগঞ্জ ও নারায়নগঞ্জ র্যাব ১১ এই অভিযান চালায়।