মুন্সিগঞ্জ, ২১ জানুয়ারি, ২০২১, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি যুব সমাজের আয়োজনে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত মোল্লাকান্দি নাছির মেম্বারের বাড়ীর আঙ্গিনায় ১৪ তম বার্ষিকী এ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জৈনপুরী পীর মুফতী ড. সাইয়্যেদ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া-সিদ্দিকী।
এ সময় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সিপাহীপাড়া মাদরাসার মুহতামিম হযরত মাওলানা মুফতী রুহুল আমিন, জৈনপুরী পিরজাদা হযরত মাওলানা মুফতী সাইয়্যেদ মুহাম্মদ ওবায়দুল্লাহ আব্বাসী ওয়া-সিদ্দিকী।
অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার বন্দর জামে মসজিদের খতিব হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ তোয়াছিন।
ওয়াজ শোনার জন্য বিভিন্ন এলাকা থেকে শত শত ধর্মপ্রাণ মুসলমান নর-নারী মাহফিলে উপস্থিত ছিলেন।
মাহফিলে সমাজসেবক আলহাজ্ব হোসেন আলী মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বালুচর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু বকর সিদ্দিক। হযরত মাওলানা বজলুর রহমনের পরিচালনায় মাহফিলে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন আব্বাসী শিল্পী গোষ্ঠী।