২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | বিকাল ৫:১২
সিরাজদিখানে অভিযানে বন্ধ করে দেয়া হলো ইটভাটা, জরিমানা ৫ লাখ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২ ডিসেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে আইন না মেনে ইটভাটা পরিচালনার দায়ে একটি প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার পাশাপাশি ৪ লাখ টাকা অর্থদণ্ড আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় আরও একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়।

আজ সোমবার উপজেলার বালুচর ইউনিয়নের চারটি ইট ভাটায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়।

এসময় ‘আমার বন্ধু ব্রিক ম্যানুফ্যাকচারিং’ নামক ইট ভাটায় অভিযানকালে দেখা যায়, পূর্বের মালিক এটি বিক্রি করেছেন এবং বর্তমান মালিক ‘আব্দুল্লাহ ট্রেডার্স’ হিসেবে পরিবর্তিত নামে ভাটা পরিচালনা করছেন। বিধি বহির্ভূতভাবে কার্যক্রম পরিচালনার অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন ( নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৫ ধারার ১(খ) উপধারার বিধানমতে এই ভাটার ম্যানেজারকে ৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদানপূর্বক আদায় করা হয়। পাশাপাশি ভাটার কার্যক্রম বন্ধ রাখার আদেশ দেয়া হয়।

এসময় ‘নিউ ফাইভ স্টার ব্রিকস’ নামক ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৫ ধারার (২) উপধারার বিধানমতে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদানপূর্বক আদায় করা হয়।

error: দুঃখিত!