৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | দুপুর ১২:৩২
Search
Close this search box.
Search
Close this search box.
সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মুন্সিগঞ্জে মানববন্ধন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৭ জুন ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

একাত্তর টেলিভিশনের জামালপুর জেলার বক্শীগঞ্জ সংবাদ সংগ্রাহক সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে মুন্সিগঞ্জের শ্রীনগরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে।

আজ শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে শ্রীনগর প্রেসক্লাবের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

প্রতিবাদ-বিক্ষোভ সমাবেশে বক্তারা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শ্রীনগর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. আরিফ হোসেনের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম, সাবেক সভাপতি মো. আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রয়েল, যুগ্ন-সাধারণ সম্পাদক ও একাত্তর টেলিভিশনের শ্রীনগর উপজেলা সংবাদ সংগ্রাহক শাহ আলম ইসলাম নিতুল।

এ সময় উপস্থিত ছিলেন, শ্রীনগর প্রেস ক্লাবের সদস্য ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!