মুন্সিগঞ্জ, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ ও ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকের বিচার নিশ্চিতের দাবি করে মুন্সিগঞ্জে কর্মসূচি পালিত হয়েছে।
রোববার বিকাল ৪টায় মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে ‘সর্বস্তরের ছাত্রজনতা এবং সংগ্রামী নারী সমাজ’ ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
এতে বিভিন্ন প্রতিষ্ঠানের বেশ কয়েকজন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার ৫০-৬০ জন ব্যক্তি অংশ নেন।
সরকারের প্রতি আহবান জানিয়ে আন্দোলনকারীরা বলেন, দেশে বিচারহীনতার চর্চা চলতে পারে না। কোন ধর্ষকের ঠাই এদেশের মাটিতে হতে পারে না। যদি বিচার বিভাগ সঠিকভাবে বিচার না করে তবে জনগণ ধর্ষকদের জন্য হারকিউলিস চরিত্রে অবতীর্ণ হবে।
বক্তারা বলেন, যেখানে নারী নির্যাতনের ঘটনা ঘটবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত সময়ের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে।
শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের সুপার মার্কেট ঘুরে কাচারি এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।