মুন্সিগঞ্জ সদরে আড়াই হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ ব্যংক।
শনিবার সকালে সার্কিট হাউজে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান।
শতায়ু সংঘ আয়োজিত এই অনুষ্ঠানে পাঁচ শ’ কম্বল বিতরণ করা হয়।
অধ্যাপক আবুল বাশারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মুজিবুর রহমান, সংগঠনটির সাধারণ সম্পাদক শাহজাহান গাজী ও সমাজসেবী আমির হোসেন মুন্সি।
পরে দুপুরে সদর উপজেলার বড়কাজি বাড়িতে দুই হাজার কম্বল বিতরণ করা হয়।
এতে বাংলাদেশ ব্যাংকের জিএম এএফএম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। মহসিন ভুঁয়ার সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন নুরুজ্জামান সেন্টু ও আল মামুন প্রমুখ।