১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | দুপুর ১২:১৮
Search
Close this search box.
Search
Close this search box.
‘সকল দেশপ্রেমিক নাগরিককে উগ্রসাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাড়াতে হবে’- মৃণাল
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১২ অক্টোবর, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

‘সকল দেশপ্রেমিক নাগরিককে উগ্রসাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। সাম্য- সম্প্রীতি ও ভ্রাতৃত্বের জ্যোর্তিময় বন্ধনে জাগ্রত হোক সকল মানবিক হৃদয়। বাংলাদেশ সম্প্রীতির দেশ। এখানে ঈদ-পূজাসহ বিভিন্ন ধর্মীয় উৎসব সবাই সমানভাগে ভাগাভাগি করে নেয়।’- এসব কথা বলেছেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস।

গতকাল সোমবার (১১ অক্টোবর) মুন্সিগঞ্জ পৌরসভার বিভিন্ন স্থানে শারদীয় দুর্গোসৎব উপলক্ষে হিন্দু-মুসলিম ধর্মালম্বী সাধারণ মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণকালে এ কথা বলেন তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম মাহতাব উদ্দিন কল্লোল, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর ঘোষ, পৌর কাউন্সিলর মকবুল হোসেন, নার্গিস আক্তার, ইউপি সদস্য জাহিদ হাসান প্রমুখ।

error: দুঃখিত!