মুন্সিগঞ্জ, ৫ সেপ্টেম্বর, ২০২০, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজের প্রাক্তন প্রধান শিক্ষক আলাল উদ্দিনের মৃত্যুতে স্বরণ সভা ও দোয়া মাহফিল হয়েছে।
শুক্রবার বিকালে ভাগ্যকুলের ওই বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত স্বরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষা প্রতিষ্ঠানটির গভর্নিং বর্ডির চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক নেতা মাকসুদ আলম ডাবলু।
হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মজিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন গভর্নিং বর্ডির সদস্য এটিএম মাসুদ, মিজানুর রহমান পাঠাল, রিক্তা আক্তার, মামুন কবির, জানে আলম, মৃত্যুঞ্জয় বর্মন, শিক্ষক আব্দুল হালিম সিকদার, আবু তাহের ফারুকী, সাইফুজ্জামান মানিক, মো. হালিম, হালিমউজ্জামান, মো. আমিনুল ইসলাম, মোতাহার হোসেন, পারভেছ কবির, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ গাজী প্রমুখ।